(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Sunday, August 25, 2013

এসার অয়েলের পাইপলাইন পাতার কাজে বাধা দেওয়া হল বর্ধমানের কাঁকসায়। রানিগঞ্জ কোল ব্লক থেকে মিথেন গ্যাস তুলে তা শিল্পাঞ্চলে সরবরাহের প্রকল্প হাতে নিয়েছে এসার। শনিবার দুপুরে স্থানীয় সুভাষপল্লিতে তাদের পাইপ পাতা হচ্ছিল। এলাকার কিছু লোকজন তাতে আপত্তি করেন। ঠিকাদার তাতে কান না দিলেও পরে গলসির ফরওয়ার্ড ব্লক বিধায়কের সুনীল মণ্ডল নিজে এসে আপত্তি জানান। বিধায়কের বক্তব্য, “যেখানে এসার গ্যাসের পাইপলাইন পাতছে, তার কয়েক ফুটের মধ্যে ইন্ডিয়ান অয়েলের পাইপ আছে। দু’টি দাহ্য পদার্থ পরিবাহী লাইন কাছাকাছি থাকলে কোনও অঘটনে কয়েক হাজার মানুষ বিপদে পড়বেন।” তাঁর দাবি, “ঠিকাদার পাইপ পাতার বৈধ কাগজ দেখাতে পারেননি।” বিকেলে এলাকা দেখে ইন্ডিয়াল অয়েলের আধিকারিকেরা অবশ্য বলেন, “এসার আমাদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছে।” রানিগঞ্জে এসারের এক আধিকারিকও বলেন, “সব রকম অনুমতি নিয়েই কাজ শুরু করা হয়েছে।”

আনন্দবাজার পত্রিকা - বর্ধমান


No comments: